আজ গেলাম লিট্টি চোখা খেতে , হ্যাঁ ঠিকই শুনেছেন বাঁকুড়াতে এবার পাওয়া যাচ্ছে লিট্টি চোখা । বাঁকুড়ার সার্কিট হাউস সংলগ্ন রাস্তা যেটা কেন্দুয়াদিহি যাচ্ছে সেই রাস্তাতেই নতুন এক ফুডকার্টে পাওয়া যাচ্ছে বিহারি এবং ঝাড়খণ্ডী খাবার লিট্টি চোখা ।
আমরা এই ফুডকার্ট বেশ কিছু দিন ধরেই লক্ষ করছিলাম , তাই দেরি না করে চলে এলাম এই ফুডকার্টে । অর্ডার দিয়ে দিলাম Two Litti with Two Chicken Legs , সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ফুডকার্ট এবং সুন্দর ঠান্ডা আবহওয়া এরই মাঝে হাতে দিয়ে দিলো গরম গরম লিট্টি উইথ চিকেন লেগস । চিকেন গ্রেভি বেশ সুন্দর কষা হয়েছিল এবং লিট্টি টাও সুন্দর ছিল । যদিও আমি এই লিট্টি প্রথমবার খেলাম , বেশ ভালো লাগলো । এই মেনুর দাম ছিল ১৩০ টাকা । নরমাল লিট্টি চোখা দাম ৪৫ টাকা , এছাড়া রয়েছে কাবাব, চিকেন বলস , এবং আরও বেশ কয়েক অপশন । দোকানটি এক দাদা ও বৌদি চালাচ্ছেন । হাঁ সিটিং ক্যাপাসিটি এখন কম তবে বিহারি খাবারের স্বাদ নিতে অব্যশই আসুন আর একবার ট্রাই করুন লিট্টি চোখা ।
ওহ হ্যাঁ ওই ফুডকার্টের গায়ে সিং মোটরস লেখা দেখে ভাবছিলাম যে ওদের ইউটিউব চ্যানেল নাকি , কিন্তু ইউটিউব ঘেঁটে দেখলাম যে ওই সিং মোটরস এই কাস্টমাইজড ফুডকার্টটি বানিয়েছেন , এবং এই বাঁকুড়ার বিকনাতে উনাদের ওয়ারহাউস , উনারা Toto , কাস্টমাইজড এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফোর হুইলার তৈরি করেন ।
আপনারা কি কেউ গিয়েছিলেন ? কমেন্টে জানান ।।