বাঁকুড়া ফুড ফেস্টিভ্যাল – বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল বাঁকুড়া জেলা স্টেডিয়ামে এ শুরু হয়ে গেল, প্রবেশ অবাধ, দুপুর ১ টা থেকে রাত ৯ টা, এই ফেস্টিভ্যাল চলবে ২ই জানুয়ারি থেকে ৬ই জানুয়ারি । বাঁকুড়ায় এই উৎসব দ্বিতীয়বার অনুষ্ঠিত হচ্ছে।
মেলায় ঢুকে খাবারের প্রচুর স্টল পেয়ে যাবেন । মোমো, পিঠে, কাবাব, ফিস কবিরাজি তথা প্রচুর ফ্রাই আইটেম, বাম্বু বিরিয়ানি, পিজা, মিষ্টি, আইসক্রিম, বিভিন্ন ধরনের ফ্লেভার চা , আরও অনেক কিছু যা খেয়ে শেষ করতে পারবেন না, আসতে হবে বারবার। এবার নজরকারা স্টল – Dominos Pizza, KFC, B Bapi Biryani ইত্যাদি।
প্রতিদিন ই রয়েছে মঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যা, বিশেষ আকর্ষণ – রাম্প শো , বাঁকুড়ার দিদি নাম্বার ওয়ান , ইত্যাদি। একটা নার্সারী ষ্টল ছিলো যেখানে সুন্দর সুন্দর গাছ পাওয়া যাচ্ছিল ।








আপনারা তাড়াতাড়ি ঘুরে আসুন আর আপনাদের মতামত দিন কেমন লাগলো এই বাঁকুড়া ফুড ফেস্টিভ্যাল তা অতি অবশ্যই কমেন্ট করে জানান ।