বাঁকুড়া বইমেলা ৪০ তম বর্ষে প্রথম দিন থেকেই উপছে পড়ছে বইপ্রেমী তথা বাঁকুড়াবাসীর ভীড় । ২৯ ডিসেম্বর থেকে ৬ই জানুয়ারি অব্দি বাঁকুড়া খ্রিস্টান কলেজ গ্রাউন্ডে চলবে এই মেলা । সকল বইপ্রেমী দের জন্য থাকছে অনেক অনেক বইএর সম্ভার । প্রতিটি বই স্টলেই থাকছে বই কেনার ওপর আকর্ষণীয় ছাড় ।
আচ্ছা প্রতিবার ই সাংস্কৃতিক মঞ্চ টি কোনও একজন শিল্পী বা বিশেষ ব্যাক্তির নামে মঞ্চটি নামকরন করা হয়ে থাকতো, যেমন আগের বছর নাম ছিলঃ জগদ্রাম রায় মঞ্চ , যা এবার লক্ষ করলাম না ।
২ রা জানুয়ারি থেকে শুরু হয়ে গেল বাঁকুড়া ফুড ফেস্টিভ্যাল 2025, যা এবার অনুষ্ঠিত হচ্ছে বাঁকুড়া স্টেডিয়ামে, রবীন্দ্রভবনের পাশে, কে কে ঘুরে এলেন প্রথম দিন ? সকলে মিলে ঘুরে আসুন এবং নতুন নতুন খাবারের মজা নিন একই মেলা তে।