Bankurabasi.com

Bankura New Toto App – ই রিকশা ম্যানেজমেন্ট সিস্টেম

Bankura New Toto App – ই রিকশা ম্যানেজমেন্ট সিস্টেম

Bankura New Toto App

বাঁকুড়া পৌরসভা ও বাঁকুড়া জেলা পুলিশের যৌথ প্রচেষ্টায় বাঁকুড়া শহরে চালু করা হল ই-রিক্সা ম্যানেজমেন্ট সিস্টেম। কিউআর কোড এবং সফটওয়্যার ও অ্যাপের মেলবন্ধনে এই ই – রিক্সা অর্থাৎ টোটো ম্যানেজমেন্ট করবে জেলা ট্রাফিক পুলিশ। কিউআর কোড যুক্ত বিশেষ নাম্বার প্লেট টোটোতে লাগানো এবার থেকে বাধ্যতামূলক করা হয়েছে। এবং এর জন্য টোটোর রেজিষ্ট্রেশন প্রক্রিয়াও চালু হয়ে গিয়েছে।

২৬ শে জানুয়ারী এই টোটো ম্যানেজমেন্ট সিস্টেমের আনুষ্ঠানিক সুচনা হল যা বঙ্গবিদ্যালয় ময়দানে বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারী,অতিরিক্ত পুলিশ সুপার সদর সিদ্ধার্থ দর্জি এবং বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার এই সিস্টেমের সুচনা করেন। এর ফলে ট্রাফিক পুলিশ যেমন সহজে অ্যাপের মাধ্যমে শহরে টোটোর গতিবিধি এবং যানজট নিয়ন্ত্রণের কাজ করতে পারবেন,তেমনি কোন এলাকায় কত টোটো দাঁড়িয়ে আছে,কোথায় টোটোর সংখ্যা বেড়ে জ্যামের সৃষ্টি হয়েছে,এসবের নজরদারিও করতে পারবেন । এছাড়া যাত্রীরা টোটোর কিউআর কোড স্ক্যান করে চড়লে টোটোর চালক,মালিকের নাম থেকে নাম্বার এবং যাবতীয় তথ্য পেয়ে যাবেন।


কিছুদিনের মধ্যে এই টোটো চলাচলের রুটও নির্দিষ্ট করে দেবে বাঁকুড়া পুরসভা। একদিকে টোটোর জেরে যানজট ঠেকানোর পাশাপাশি,টোটোর যাত্রীদের নিরপত্তা সুনিশ্চিত করতে জেলা পুলিশের এই ম্যানেজমেন্ট সিস্টেম শহরের পরিবহন ব্যবস্থা খানিক উন্নত করবে তা বলাই বাহুল্য। তবে,সচেতন হতে হবে যাত্রীদেরও। তবে এই ম্যানেজমেন্ট সিস্টেম এর দরুন কি toto বুক করা যাবে তা নিয়ে এখনও কিছু জানা জায়নি ।

  • আরও জানতে আমাদের অন্য পোস্ট গুলি দেখুন এই লিঙ্ক এ ক্লিক করে – সকল ব্লগ

কমেন্ট করুন 👇👇

Share Now

Scroll to Top