আজ বিশ্বকর্মা পুজো, বেরিয়ে পড়লাম বাঁকুড়ার কিছু ভালো ঠাকুর দেখতে । প্রথমেই গেলাম বাঁকুড়া স্টেশন বি. ডি. আর কলোনি এর পাশের মণ্ডপে । প্রতি বছরের ন্যায় এই বছরও সুন্দর লাইট এবং সেই ট্রেনের মিনিয়েচার যেটা সত্যিকারের ট্র্যাক এ চলমান ।
এই ছোট ট্রেনটার বাপারে হয়ত অনেকেই জানেননা, এই ট্রেন প্রতিবার বিশ্বকর্মা পুজোর সময় চালানো হয় । গত বছর অবধি রেগুলার লোকাল ট্রেন থাকত । তবে এবারের ট্রেন বন্দে ভারত স্পেশাল, দেখে ভালোই লাগলো । অনেক কচি কাচা দের ভিড় হয়েছিল, সত্যিই তাদের কাছে এটা একটা আশ্চর্য । একাধারে কিছু মানুষ-ছবি হয়েছিল ।
এরপর চলে এলাম বাঁকুড়া পুলিশ লাইন মণ্ডপে, দুর্গাপুজোর অনেকটা আমেজ পেলাম ঝকমকে লাইট এবং সুন্দর থিম পেন্ডেল বেশ রঙচঙে, সবাই ফটো তুলতে ব্যস্ত । খুব ভালো পরিবেশ । সেখানেও ভিড় উপচে পড়ছে ।
শেষমেশ ফুচকা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ।
আরও পড়ুনঃ বাঁকুড়াতে লিট্টি চোখা – কোথায় ?
তোমরাও যদি তোমাদের গল্প পোস্ট করতে চাও, এখনই ইনবক্স করো আমাদের ফেসবুক পেজে ।