Bankurabasi.com

বাঁকুড়ায় আফ্রিকান টারজান সার্কাস

বাঁকুড়ায় আফ্রিকান টারজান সার্কাস

African Tarzan Circus Bankura

আজকে আমরা গেলাম বাঁকুড়ায় আফ্রিকান টারজান সার্কাস দেখতে। হ্যাঁ বাঁকুড়াতে কাটজুড়িডাঙাতে সরস্বতী ক্লাবের মাঠে এই সার্কাসটি বসেছে। প্রতিদিন তিনটি শো দেখানো হচ্ছে – দুপুর ১ টা, বিকেল ৪ টা এবং সন্ধ্যা ৭ টা । টিকিট মূল্য – ১০০, ১৫০, ২০০ টাকা । আমরা গিয়েছিলাম বিকেল ৪ টার শো টায়।

ভিড় কিন্তু বেশ ছিল , আশা করিনি যে এতো ভিড় হবে । বাচ্চা, ছেলে ছোখরা থেকে বয়স্করা সকলে এই সার্কাসের অনুভূতি নিতে হাজির হয়েছিল ।

একের পর এক খেলা কখনও ব্যালেন্সিং কখনও আগুন নিয়ে খেলা কখনও দড়ি দিয়ে ঝুলে যাওয়া এসব দেখে সত্যি বেশ ভালোই লাগছিল , এখন তো আর তেমন দেখা যায়না এসব । ভেতরটা বেশ গরম হাতপাখা একমাত্র সম্বল । এটা নিয়েও ভাববেননা ওখানে হাতপাখা, পপকর্ন, আইসক্রিম, চিপস সব কিছুই পেয়ে যাবেন । তবে কোনো বন্য জীব জন্তুর খেলা কিন্তু ছিলনা ।

জীবিকা নির্বাহের জন্য অনেকেই ভিন্ন পেশার সাথে যুক্ত, কিন্তু আজ এই সার্কাসে এসে এক আফ্রিকান দলের শো দেখতে দেখতে দেখলাম তাদের মধ্যে ২, ৩ জনার মুখে হাসি, এবং তারা দর্শকদের সাথে কথা বলে ও হাত নাড়িয়ে বোঝাতে চাইছে তোমরা চুপ কেন ? আমরা এত সুন্দর শো দেখিয়ে তোমাদের আনন্দ দিচ্ছি, হাততালি কই ?? সত্যি মন থেকে কাজ না করলে হয়তো এমন ভাব ধারনা আসে না ।

সেই ছোট্টবেলায় “ফেমাস সার্কাস“ দেখার পর আর সার্কাস দেখা হয়ে ওঠেনি । তাই এইবার এটা মিস করলাম না ।

হ্যাঁ হয়তো সিনেমা হলের মতো ঝকমকে এসি হল নেই, নেই সাউন্ড সিস্টেম, তবে এটাও একটা ভালো অপশন একটা বিকেল বা সন্ধ্যা প্রিয় মানুষজনদের নিয়ে একটু সময় কাটানোর ।

আরও পড়ুনঃ বাঁকুড়াতে লিট্টি চোখা – কোথায় ?

 

তোমরাও যদি তোমাদের গল্প পোস্ট করতে চাও, এখনই ইনবক্স করো আমাদের ফেসবুক পেজে ।

কমেন্ট করুন 👇👇

Share Now

Scroll to Top