আজকে আমরা গেলাম বাঁকুড়ায় আফ্রিকান টারজান সার্কাস দেখতে। হ্যাঁ বাঁকুড়াতে কাটজুড়িডাঙাতে সরস্বতী ক্লাবের মাঠে এই সার্কাসটি বসেছে। প্রতিদিন তিনটি শো দেখানো হচ্ছে – দুপুর ১ টা, বিকেল ৪ টা এবং সন্ধ্যা ৭ টা । টিকিট মূল্য – ১০০, ১৫০, ২০০ টাকা । আমরা গিয়েছিলাম বিকেল ৪ টার শো টায়।
ভিড় কিন্তু বেশ ছিল , আশা করিনি যে এতো ভিড় হবে । বাচ্চা, ছেলে ছোখরা থেকে বয়স্করা সকলে এই সার্কাসের অনুভূতি নিতে হাজির হয়েছিল ।
একের পর এক খেলা কখনও ব্যালেন্সিং কখনও আগুন নিয়ে খেলা কখনও দড়ি দিয়ে ঝুলে যাওয়া এসব দেখে সত্যি বেশ ভালোই লাগছিল , এখন তো আর তেমন দেখা যায়না এসব । ভেতরটা বেশ গরম হাতপাখা একমাত্র সম্বল । এটা নিয়েও ভাববেননা ওখানে হাতপাখা, পপকর্ন, আইসক্রিম, চিপস সব কিছুই পেয়ে যাবেন । তবে কোনো বন্য জীব জন্তুর খেলা কিন্তু ছিলনা ।
জীবিকা নির্বাহের জন্য অনেকেই ভিন্ন পেশার সাথে যুক্ত, কিন্তু আজ এই সার্কাসে এসে এক আফ্রিকান দলের শো দেখতে দেখতে দেখলাম তাদের মধ্যে ২, ৩ জনার মুখে হাসি, এবং তারা দর্শকদের সাথে কথা বলে ও হাত নাড়িয়ে বোঝাতে চাইছে তোমরা চুপ কেন ? আমরা এত সুন্দর শো দেখিয়ে তোমাদের আনন্দ দিচ্ছি, হাততালি কই ?? সত্যি মন থেকে কাজ না করলে হয়তো এমন ভাব ধারনা আসে না ।
সেই ছোট্টবেলায় “ফেমাস সার্কাস“ দেখার পর আর সার্কাস দেখা হয়ে ওঠেনি । তাই এইবার এটা মিস করলাম না ।
হ্যাঁ হয়তো সিনেমা হলের মতো ঝকমকে এসি হল নেই, নেই সাউন্ড সিস্টেম, তবে এটাও একটা ভালো অপশন একটা বিকেল বা সন্ধ্যা প্রিয় মানুষজনদের নিয়ে একটু সময় কাটানোর ।
আরও পড়ুনঃ বাঁকুড়াতে লিট্টি চোখা – কোথায় ?
তোমরাও যদি তোমাদের গল্প পোস্ট করতে চাও, এখনই ইনবক্স করো আমাদের ফেসবুক পেজে ।