॰ টোটো থেকে বিপদের কারণ :
১. তিন চাকার গাড়ি বলে ব্যালেন্সের অভাব
২. অতিরিক্ত পেসেঞ্জার নিয়ে আরই বাজে অবস্থা হয়
৩. হটাৎ ই বাঁক নিয়ে ঘুরে যাওয়া
৪. কোনো রেজিস্ট্রেশন লাগেনা বলে যেকোনো বয়সের ব্যাক্তি এই টোটো চালাচ্ছেন এবং ভালো ভাবে না চালানোর ফল স্বরূপ একসিডেন্ট বেড়ে চলেছে ।
৫. টোটোওয়ালা রা হেডলাইট অফ রাখেন অতিরিক্ত চার্জ যাতে না খরচ হয়
৬. যথা যথ হর্ন এবং ইন্ডিকেটর লাইট না দেওয়া , শহরে বেশির ভাগ টোটো তে ইন্ডিকেটর খারাপ রয়েছে ।
- বাঁকুড়া পুলিশ থেকে QR Code দেওয়া নাম্বার প্লেট সিস্টেম ইনপ্লিমেন্ট করা হলো কিন্তু সেটায় স্ক্যান করলে যে যে সুবিধা গুলি পাবার বর্ণনা করা হয়েছিল সেগুলো কোনোটাই কার্যত চালু হয়নি ।
আশা করছি খুব তারাতাড়ি সেই প্রকল্পটি চালু হোক, পুলিশ প্রশাসনের যদি কেউ এই পোস্ট দেখছেন একটু উপরমহলে খবর টা পৌঁছে দিন ।
- এ বিষয়ে সকলের মন্তব্য কমেন্টে লিখুন । শেয়ার করুণ ।