বাঁকুড়া ফুড ফেস্টিভ্যাল – বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল বাঁকুড়া জেলা অডিটোরিয়াম এ শুরু হয়ে গেল , এই ফেস্টিভ্যাল চলবে ৪ই জানুয়ারি থেকে ৭ই জানুয়ারি । এবং এর ট্যাগলাইন দেওয়া হয়েছে “পেটের সাথে ভরবে মন বাঁকুড়ায় এই প্রথম ” হ্যাঁ বাঁকুড়ায় প্রথমবার তাই অনেক বেশি হাইপ ক্রিএট করেছে এই উৎসব।
মেলায় ঢুকে খাবারের প্রচুর স্টল পেয়ে যাবেন । মোমো, পিঠে, কাবাব, ফিস কবিরাজি তথা প্রচুর ফ্রাই আইটেম, বাম্বু বিরিয়ানি, পিজা, মিষ্টি, আইসক্রিম, বিভিন্ন ধরনের ফ্লেভার চা , আরও অনেক কিছু যা খেয়ে শেষ করতে পারবেন না, আসতে হবে বারবার।
বাঁকুড়ায় এই উদ্যোগ এই প্রথমবার, এই উদ্যোগকে সাধুবাত জানালেন বাঁকুড়ার ডি এম স্যার । সন্ধেবেলা ফিতে কাটা ও বেলুন উড়িয়ে এই ফেস্টিভ্যাল এর উদ্বোধন করা হয় ।
প্রতিদিন ই রয়েছে মঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যা , প্রোগ্রামের লিস্ট ডাউনলোড করুন এই বাটন এ ক্লিক করে । ( Download )
আপনারা আপনাদের মতামত , কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট করে জানান ।