বাঁকুড়া বইমেলা ৩৯ তম বর্ষে প্রথম দিন থেকেই উপছে পড়ছে বইপ্রেমী তথা বাঁকুড়াবাসীর ভীড় । ২রা জানুয়ারি থেকে ৮ ই জানুয়ারি অব্দি বাঁকুড়া খ্রিস্টান কলেজ গ্রাউন্ডে চলবে এই মেলা । সকল বইপ্রেমী দের জন্য থাকছে অনেক অনেক বইএর সম্ভার । প্রতিটি বই স্টলেই থাকছে বই কেনার ওপর আকর্ষণীয় ছাড় ।
এছারা জগদ্রাম রায় মঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক সন্ধা তো থাকছেই। মেলা প্রাঙ্গণে রয়েছে ফায়ার পান, কফি ষ্টল, পপকর্ন ছোটখাটো স্ন্যাকস এর দোকানও। আর বাচ্চাদের বেলুন ছোট খেলনা এর দোকান ।
২ রা জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাঁকুড়া ফুড ফেস্টিভ্যাল, সবাই রেডি তো ?? দেখা হচ্ছে ।