ব্লগের শুরুতেই সকলকে বড়দিনের অগ্রিম প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন । বাঁকুড়ায় বড়দিনের সাজে আলোকসজ্জায় সজ্জিত বাঁকুড়া কলেজ মোড় সেন্ট্রাল চার্চ ও খ্রিষ্টান ডাঙা চার্চ । শহরে এই দুটি চার্চে মানুষের ঢল উপচে পড়ে ।
২৫ এ ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সকল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে অন্দরমহল, সঙ্গে তো থাকছেই নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ।
অন্দরমহলের ছবি ওইদিন সন্ধ্যায় পোস্ট করা হবে, তোমরাও যারা ব্লগ পড়ছো তারাও Write Blog এই লিংকে নিজেদের তোলা ছবি, লেখা দিয়ে পোস্ট করতে পারো ।
সেদিন সকল বাঁকুড়াবাসী সকল বন্ধু বান্ধব, আত্মীয় সজনদের সাথে আসো এবং যীশু খ্রিষ্টের প্রার্থনায় আমরা স্মরণ করবো তার ক্রুশ বিদ্ধ সময়ের কথা – “ হে ঈশ্বর এরা জানেনা এরা কী পাপ করছে তুমি এদের ক্ষমা করো “ ।
তবে বড়দিনএ সকলে কেক খেতে ভুলোনা কিন্তু ।