বাঁকুড়ায় ২৫ শে ডিসেম্বর ক্রিসমাসের আগেই লক্ষাতোড়া সংলগ্ন এলাকা থেকে শুরু করে গ্রীন গার্ডেন চত্বর অব্দি রাস্তা পুরো নির্মাণ কাজ চলছে ।
লক্ষাতোড়া মন্দির সংলগ্ন রাস্তাটি থেকে শুরু করে হিন্দু স্কুল অব্দি যে রাস্তাটি রয়েছে সেটি অনেকদিন ধরেই ভগ্ন দশা মধ্যে দিয়ে যাচ্ছিল আশা করি সেই যে অসুবিধা হচ্ছিল সেটা সুরাহা হবে এবং মানুষের যাতায়াতের যে সমস্যা সেটা অনেকটাই সমাধান হবে ।