আমার প্রানের শহর বাঁকুড়া – এই সেলফি জোন টি অবস্থিত বাঁকুড়া সতীঘাট নতুন ব্রিজে । হ্যাঁ এখন এই সেলফি জোন সকল স্থানে নিজ নিজ নাম নিয়ে অবস্থান করে, বাঁকুড়া বাসীর কাছেও এই সেলফি জোন খুবই ভালবাসা পেয়েছে ও পাচ্ছে । এছাড়া এই সেলফি জোন বাঁকুড়া তে সকলের একটি সুন্দর সময় কাটানোর এবং সুন্দর মুহূর্ত কাটানোর জায়গা হয়ে দাঁড়িয়েছে। বাঁকুড়া রাজগ্রাম ব্রিজ চত্বরের সকল মানুষের ভিড় এখন এই দিকে উপচে পরছে। ব্রিজে যে শুধু এটাই রয়েছে তা না , সঙ্গে পাশাপাশি রয়েছে ফুচকা, ভুট্টা ভাজা, চা এর স্টলও । বন্ধু বা প্রিয়জনকে নিয়ে আধ ঘণ্টা কাটানোই যায়।