আজ বেরিয়েছিলাম একটু ঘুরতে রাজগ্রাম দিকে, রাস্তায় পড়লো নতুন ক্যাফে কাম ফ্যামিলি রেস্টুরেন্ট – অ্যাস্থেটিক হ্যাভেন ।
ওপেন স্পেস আর টিমটিমে আলো সঙ্গে ন্যাচারাল ফুরফুরে হাওয়া সঙ্গে গরম চায়ে চুমুক , সুন্দর লাগছিল । তারপর ভাবলাম কিছু স্নাক্স অর্ডার করা যাক । মেনু দেখে বেশ ভালো লাগল যে দাম বেশ সুলভ । আমরা ভাবলাম যে মোমো খাই তবে মেনুতে মোমো দেখতে না পেয়ে জিজ্ঞেস করলাম সৌহার্দ দাদা কে যিনি এই ক্যাফের ওনার । তিনি সাজেস্ট করলেন যে করিয়েন্ডার চিকেন । ব্যাস আমরা বললাম তাই হোক । চা শেষ হতে না হতেই চলে এলো করিয়েন্ডার চিকেন ।
বাহ খুব সুন্দর ছিলো চিকেন বেশ সুন্দর সফ্ট ছিলো । আমরা ১০ এ ৯ রেট দিচ্ছি । আপনারা এলে অবশ্যই ট্রাই করবেন ।
আচ্ছা এখানে টেবিলে যে পানীয় জল ছিল সেটা দাদা বললেন কপার উইথ আরো ওয়াটার । এখানে খাবারের পরিমাণের সাথে খাবারের কোয়ালিটি তেও উনারা নজর দিয়েছেন এবং বলছেন খাবারে ফুড কালার ব্যবহার করেননা ।
আরও পড়ুন :বাঁকুড়ায় লিট্টি চোখা কোথায় ?
আপনাদের গল্প লিখতে আজই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে ।