About Us
Home > About Us
আমাদের লক্ষ্য
বাঁকুড়াবাসী একটি এমন ওয়েবসাইট যেখানে সকল বাঁকুড়াবাসী তারা একই জায়গায় পেয়ে যাচ্ছেন বাঁকুড়া সম্পর্কে সকল তথ্য, নতুন আপডেট এবং সকল ক্যাটাগরি যেমন নিউজ, লোকালিটি নিউজ, নতুন ওপেনিং মানে আপনার শহরে কি কি নতুন আসছে, গ্যালারি সেকশন নতুন সার্ভিস এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট হেল্পলাইন নাম্বার আপনার বাঁকুড়া শহরে আপনার ইমার্জেন্সিতে যে যে হেল্পলাইন নাম্বার গুলো আমার আপনার প্রয়োজন সেগুলো পেয়ে যাচ্ছে্ন আর কর্ম খালি টাও পেয়ে যাচ্ছেন ।
ফিডব্যাক দেন
নিজের কাজের ব্যস্ততার মধ্যে দিনের জাস্ট দু-তিন মিনিট স্ক্রল করে বুঝে নিন বাঁকুড়াতে কি হচ্ছে এবং বাঁকুড়াতে কি হতে চলেছে, সবকিছু আপডেট পেয়ে যাচ্ছেন, আপনারা ওয়েবসাইটে ভিজিট করুন এবং সকলকে এটা ওপেন করার পরামর্শ দিন এবং আপনার প্রতিটি ভালো লাগা খারাপ লাগা আমাদের ফিডব্যাক সেকশনে অবশ্যই জানাবেন তাহলে আমরা সেই জায়গায় সেই জিনিসটা আরো ইমপ্রুভ করার চেষ্টা করব।
নিজের গল্প লিখুন
আপনারা চাইছেন যে আপনারা নিজের কোন কিছু লিখবেন কিন্তু আপনার কোন প্লাটফর্ম পাচ্ছেন না ? হ্যাঁ ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করে করে অভ্যস্ত কিন্তু আমাদের বাঁকুড়াবাসী যে ওয়েব পোর্টাল রয়েছে সেখানে আপনার লেখা থাকুক – এখনই যোগাযোগ করুন আমাদের রাইট ইয়োর ওন কন্টেন্ট সেকশনে এবং আপনাদের নিজস্ব কাহিনী এবং গল্প তুলে ধরুন আমাদের কাছে ।
এডভারটাইজমেন্ট
আপনার ব্যবসা সংক্রান্ত কোনো ব্যানার বা এডভারটাইজমেন্ট আমাদের এই ওয়েব পোর্টালে দেওয়ার জন্য আজই যোগাযোগ করুন আমাদের ফেসবুক মেসেঞ্জারে এবং আমাদের ইমেইল contact@bankurabasi.com এ। সুলভ মূল্যে অ্যাডভার্টাইজমেন্ট টি আপনি দিতে পারবেন তাই তাড়াতাড়ি যোগাযোগ করুন ।
ওয়ারনিং
ওয়েবসাইটের যদি কোন তথ্য আপনার খারাপ লেগে থাকে বা যদি মনে হয় যে এটি ওয়েবসাইট এ থাকা উচিত নয় তাহলে আজই আমাদের email : contact@bankurabasi.com মেইল করুন ।
কে এডমিন ??
বাঁকুড়াবাসী পোর্টালের এডমিন কে বা কারা? হ্যাঁ এই প্রশ্নটি হয়তো সকলের মনে আসবে এই প্রশ্নের উত্তর তখনই পাবেন যখন এই ওয়েবসাইট বা পোর্টাল সকল বাঁকুড়া বাসিকে অনেকখানি হেল্প করবে এবং সকলে মিলে এই ওয়েব পোর্টালকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ