বাঁকুড়াবাসি পেতে চলেছে একটি নুতন অডিটোরিয়াম। হ্যাঁ বাঁকুড়া জিলা পরিষদের অডিটোরিয়াম পুনরায় সজ্জিত করা হচ্ছে , আজ সুব্রত দরিপা বাবুর থেকে আমরা জানতে পারলাম । বাঁকুড়া রবীন্দ্র ভবন ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম করার জন্য বাঁকুড়া বাসী আরও একটি অপশন পেয়ে যাচ্ছেন । আপনারা এই বিষয়ে কি বলছেন কমেন্ট করে অবশই জানান।
অন্দরমহলের কিছু ছবি দেখে নিন। (ছবিঃ সুব্রত বাবু)